Bhaijaan: নতুন ছবির সেটে সংগীতশিল্পী আবদু রোজিকের সাথে সলমন খান, ভাইজান ছবির এক ঝলক ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

সলমন খানের নতুন ছবি কভি ঈদ কভি দিওয়ালির নাম পরিবর্তন করে নতুন নাম হয়েছে 'ভাইজান' । সেই ভাইজান ছবির শ্যুটিং এর দৃশ্য সামনে এল সোশ্যাল মিডিয়ার সৌজন্যে। ছবিতে তাজাখিস্তানের সঙ্গীত শিল্পী আবদু রোজিক কে একটি মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। দেখে নিন ছবির সেট থেকে ভাইরাল হওয়া ছবি।

খুদে এই শিল্পীকে আবার ভাইজানের ছবির গান গাইতেও শোনা গেল।