Pori Moni: খাটভর্তি ছোট্ট ছোট্ট জুতো, জামা, ডাইপার, কাঁথা, খেলনা, বাথটাব আরও কত কী! সন্তানের আগমনের প্রস্তুতি শুরু পরীর
Photo Credit_Facebook

খাট ভর্তি সারি সারি জামা, জুতো আর খেলনা। কী নেই সেখানে। ভাবী সন্তানের আগমনের প্রস্তুতি শুরু করে দিলেন পরিমণি। থরে থরে সাজানো জুতো, স্নানের বাথটাব, রং বেরঙের জামা। আর সেই সবকিছুর সামনে হাসিমুখে বসে আছেন হবু মা-বাবা, বাংলাদেশের অভিনেত্রী (Bangladeshi Actress) পরীমনি (Pori Moni) আর তাঁর পরিচালক স্বামী শরিফুল রাজ। নতুন অতিথি আসার উত্তেজনা স্পষ্ট নায়িকার চোখে-মুখে। লিখলেন ‘তার আসার আয়োজন।’ ফেসবুকে নিজেই শেয়ার করলেন সেই ছবি।

সন্তানলাভের দিন যত এগিয়ে আসছে, ততই তাঁর শরীরে মাতৃত্বের ছাপ স্পষ্ট থেকে স্পষ্টতর। সেই অনাবিল ছোঁয়া তাঁর মুখে-চোখেও।