Covid-19: কমছে করোনা ঢেউ! মুম্বইতে দৈনিক সংক্রমণ কমে আট হাজারের নিচে
COVID 19 Hospital (Photo Credit: File Photo)

মুম্বই, ১৬ জানুয়ারি: যে হারে মুম্বইয়ে (Mumbai) করোনা সংক্রমণ বাড়তে চলেছিল, অনেকটা সেইরকম হারেই কমছে কোভিড (Covid-19 )। মুম্বইয়ে এখন দৈনিক করোনা আক্রান্ত আট হাজারের নিচে নেমে গিয়েছে। একটা সময় যেখানে দিন কয়েক আগেও দৈনিক আক্রান্তের সংখ্যা ২৫ হাজারের কাছাকাছি চলে গিয়েছিল। একেবারে লাফিয়ে লাফিয়ে কমে গেল দৈনিক নয়া আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের হিসেব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মুম্বইয়ে ৭ হাজার ৮৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মায়ানগরীতে ৫৭ হাজার ৫৩৪টি নমুনা পরীক্ষার পর ৭ হাজার ৮৯৫ জনের রিপোর্ট পজেটিভ আসে।

গত ২৪ ঘণ্টায় করোনায় মুম্বইয়ে ১১ জন মারা গিয়েছেন। মুম্বইয়ে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬০ হাজার ৩৭১ জন। গত ২৪ ঘণ্টায় মুম্বইয়ে ২১ হাজার ২৫ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন। মুম্বইয়ে অনেকটা কমে এলেও মহারাষ্ট্রের অন্য জায়গাগুলিতে কিন্তু কোভিডের দাপট অব্যাহত। মহারাষ্ট্রে এখন দৈনিক আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর ভাইকে করা হল না প্রার্থী, লড়বেন নির্দল হয়ে

দেখুন টুইটার

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ২ লাখ ৭১ হাজার ২০২ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৩১৪ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৩৩১ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Health Ministry) জানিয়েছে, দেশে বর্তমানে ১৫ লাখ ৫০ হাজার ৩৭৭ জনের চিকিৎসা চলছে।