Ram Kadam: মহামারীর মধ্যে দহি হান্ডির অনুষ্ঠান কেন? প্রশ্ন তুলে বিজেপির রাম কদমের বাড়িতে মুম্বই পুলিশ
বিজেপি বিধায়ক রাম কদম, ছবি এএনআই

মুম্বই, ৩১ অগাস্ট: মহামারী (Pandemic) চলছে৷ এই সময় কোনও ধরনের জমায়েত করা যাবে না৷ সরকারি নিয়ম ভাঙলে, তাঁর বিরুদ্ধে নেওয়া হবে উপযুক্ত ব্যবস্থা৷ মহারাষ্ট্র সরকারের তরফে এমনই ঘোষণা করা হয়৷ এসবের মধ্যে মঙ্গলবার মুম্বইতে নিজ বাসভবনে দহি হান্ডির অনুষ্ঠানের পরিকল্পনা করেন বিজেপি বিধায়ক রাম কদম (Ram Kadam)৷ যার জেরে ইতিমধ্যেই রাম কদমের বাড়িতে পৌঁছেছে মুম্বই পুলিশের একটি দল৷  যার পরই বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয় রৈজনৈতিক মহলে৷

এ বিষয়ে বিজেপি (BJP) বিধায়ক রাম কদম বলেন, দহি হান্ডির অনুষ্ঠানে হাজির হতে ৫ জনকে অনুমতি দিক মহারাষ্ট্র (Maharashtra) সরকার৷ যে ৫ জন হাজির হবেন, তাঁদের প্রত্যেকের টিকাকরণ সম্পূর্ণ হতে হবে৷ এমনই মানুষই এই অনুষ্ঠানে হাজির হবেন বলে মহারাষ্ট্র সরকারকে তাঁদের তরফে জানানো হয়৷ কোভিড নিয়ম মেনেই তাঁরা অনুষ্ঠান পালন করবেন বলে জানান রাম কদম৷

আরও পড়ুন: Afghanistan: ধুঁকছে শৈশব, আফগানিস্তানে ১ কোটি শিশুর অবস্থা ভয়বহ, বলছে ইউনিসেফের রিপোর্ট

করোনা বিধি মেনে অনুষ্ঠান পালন করলেও, যদি কোভিড বিধি ভাঙা হয় বলে দাবি করেন উদ্ভব ঠাকরে, তাহলে পুলিশ প্রশাসনের অপব্যবহার করবে মহারাষ্ট্র সরকার৷ এভাবেও উদ্ভব ঠাকরের সরকারের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপি বিধায়ক৷

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী রানায়ণ রানের সঙ্গে মহারাষ্ট্র সরকারের বিবাদ শুরু হয়৷ গত ১৫ অগাস্ট দেশের স্বাধীনতা দিবসের বছরর উল্লেখ করার সময় কিছুটা সময় নেন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। তা নিয়ে রায়গড়ে বিজেপির আশীর্বাদ যাত্রায় রানে মন্তব্য করেন, এটা লজ্জার যে মুখ্যমন্ত্রী দেশের স্বাধীনতার বছরটা পর্যন্ত জানেন না। সেখানে তিনি উপস্থিত থাকলে উদ্ভব ঠাকরেকে চড় কষিয়ে দিতেন। ওই ঘটনার পরপরই নারায়ণ রানেকে গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশ। যার জেরে জোর শোরগোল শুরু হয়ে যায় মুম্বই সহ গোটা মহারাষ্ট্র জুড়ে।