Fire Destroys Secunderabad Club: আগুন লেগে সম্পূর্ণ পুড়ে গেল ব্রিটিশ আমলের সেকেন্দ্রাবাদ জিমখানা ক্লাব
Fire Destroys Secunderabad Club (Photo: ANI)

সেকেন্দ্রাবাদ, ১৬ জানুয়ারি: আগুন (Fire) লেগে সম্পূর্ণ পুড়ে গেল হায়দরাবাদের সেকেন্দ্রাবাদ জিমখানা ক্লাব (Secunderabad Gymkhana Club)। রাত তিনটে নাগাদ আগুন লাগে। দমকলের ৮টি ইঞ্জন সকাল ছ'টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, ক্লাবের মূল ভবনটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। প্রাথমিক অনুমান প্রায় ২০ কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে।

ঐতিহ্যবাহী সেকেন্দ্রাবাদ ক্লাবের প্রতিষ্ঠা হয় ১৮৭৮ সালে। ক্লাবটি তিনতলা, ৬০ হাজার বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এটি। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, রাত তিনটের দিকে ক্লাবের নিরাপত্তা রক্ষীরা আগুন লাগার কথা জানান। পুলিশ এরপর দমকলে খবর দেয়। দমকলের ৮টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল ছ'টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আরও পড়ুন: Covid-19 Cases In India: বেড়েই চলেছে দৈনিক সংক্রমণ, ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত ২ লাখ ৭১ হাজার ২০২ জন

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, প্রথমে আগুন লাগে একতলায়। দ্রুত তা বাকি তলায় ছড়িয়ে পড়ে। ক্লাবের প্রশাসনিক বিভাগগুলি প্রথম তলায় অবস্থিত। পুড়ে যাওয়া মূল ভবনে ডাইনিং, বল রুম এবং রান্নাঘর ছিল। দমকল জানিয়েছে, হেরিটেজ ভবনে কাঠের প্রচুর আসবাব ছিল। তাই আগুন এত মারাত্মক আকার নিয়েছিল।