Mamata Banerjee: 'সৌজন্য সাক্ষাৎ', প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করে জানালেন মমতা
ছবি এএনআই

দিল্লি, ২৭ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। দিল্লিতে আজ প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে আজকের সাক্ষাৎকার 'সৌজন্য সাক্ষাৎ' বলে জানান বাংলার মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, দিল্লিতে গেলে সময় করতে পারলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন বলে আগেই জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী দিল্লিতে পৌঁছে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলার মুখ্যমন্ত্রী (West Bengal CM)।

আরও পড়ুন: Mamata Banerjee: চব্বিশের লোকসভাই পাখির চোখ, বুধবার সোনিয়ার সঙ্গে বৈঠকে মমতা

এদিকে মোদীর সঙ্গে সাক্ষাতের আগে কংগ্রেস নেতা কমলনাথ এবং আনন্দ শর্মার সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। ২০২৪ সালে নরেন্দ্র মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করতে, ঘুঁটি সাজাতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। সেই অনুযায়ী, বুধবার কংগ্রেস নেতাদের সঙ্গে দেখা করেন তিনি। কংগ্রেসের দুই নেতার সঙ্গে দেখা করার পর জানা যায়, বুধবার সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।