Omicron: মহারাষ্ট্রে ঝড়ের গতিতে বাড়ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন, আক্রান্ত ১০০
COVID 19 Rescue Team (Photo Credit: File Photo)

মুম্বই,  ২৪ ডিসেম্বর: মহারাষ্ট্রে (Maharashtra) ফের বাড়ল ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্য়া। শুক্রবার মহারাষ্ট্রে ফের নতুন করে ২০ জন ওমিক্রনে আক্রান্ত হন। যার জেরে এই মুহূর্তে মহারাষ্ট্রে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০০। আজ যে ২০ জন মহারাষ্ট্রে আক্রান্ত হন, তার মধ্যে মুম্বইতে আক্রান্ত ১১ জন এবং পুণেতে ৬ জন। সাতারায় আক্রান্ত ২ জন এবং আহমেদনগরে ১ জন আক্রান্ত।

এদিকে ওমিক্রনের সংক্রমণ রোধ করতে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ফের রাত্রিকালীন কারফিউ জারি করা হচ্ছে। ২৫ ডিসেম্বর রাত ১১টা থেকে শুরু হবে রাত্রিকালীন কারফিউ। চলবে ভোর ৫টা পর্যন্ত। বিয়ে বাড়িতেও ২০০ জনের বেশি এই মুহূর্তে নিমন্ত্রণ করা যাবে না বলে জানানো হয়েছে যোগী সরকারের তরফে।

আরও পড়ুন: Kareena Kapoor Khan: করিনা কাপুর খান কি ওমিক্রনে আক্রান্ত? রিপোর্ট প্রকাশ বিএমসির

উত্তর প্রদেশের পাশাপাশি মধ্যপ্রদেশেও (Madhya Pradesh) রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে শিবরাজ সিং চৌহান সরকারের তরফে নেওয়া হয়েছে ওই সিদ্ধান্ত। প্রসঙ্গত পশ্চিমবঙ্গে (West Bengal)  আজ আয়ারল্যান্ড ফেরৎ একজনের শরীরে ওমিক্রন সংক্রমণ ধরা পড়েছে।