Arvind Kejriwal : স্ত্রী আক্রান্ত করোনায়, নিজেকে ঘরবন্দি করলেন অরবিন্দ কেজরিওয়াল
নিভৃতবাসে কেজরিওয়াল

দিল্লি, ২০ এপ্রিল : সুনীতা কেজরিওয়াল করোনায় আক্রান্ত। স্ত্রী করোনায় আক্রান্ত হওয়ার পরপরই নিজেকে নিভৃতবাসে নিয়ে গেলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। যে খবর প্রকাশ্যে আসতেই জোর শোরগোল শুরু হয়েছে।

গত বছর জুনে করোনায় (Corona) আক্রান্ত হন অরবিন্দ কেজরিওয়াল। জ্বর এবং গলায় সংক্রমণ নিয়ে অসুস্থ হয়ে পড়েন কেজরি। ওই সময় বেশ কয়েকদিন অসুস্থতার কাটিয়ে ফের কাজ শুরু করেন দিল্লির (Delhi CM) মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : COVID 19 : কোভিডে বাড়ছে মৃত্যু, পুরোহিত, ডোম নিয়ে শ্মশানেও কয়েক হাজারের প্যাকেজ

করোনার(COVID 19) সঙ্গে লড়াই করতে এবার ৬ দিনের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেন অরবিন্দ কেজরিওয়াল। ৬ দিনের 'মিনি লকডাউনকে' আর বাড়াতে হবে না বলে আশা প্রকাশ করেন কেজরি। ফলে দিল্লি ছেড়ে পরিযায়ী শ্রমিকরা (Migrant Workers) যাতে আবার নিজেদের রাজ্যে ফিরে না যান, তার জন্য হাতজোড় করে প্রার্থনা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সবাই মিলে একযোগে এই ভাইরাসের সংক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে হবে। ফলে এই লকডাউন আর নতুন করে বাড়াতে হবে না বলে আশা প্রকাশ করেন কেজরিওয়াল।

প্রসঙ্গত গত সোমবার রাত ১০টা থেকে আগামী সোমবার ভোর ৬টা পর্যন্ত চলবে দিল্লির এই 'মিনি লকডাউন' (Lockdown)।