
কোলার, ২০ ফেব্রুয়ারি: জন্মদিনে ধর্ষণের (Rape) শিকার হল ১৪ বছরে এক নাবালিকা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka) কোলার জেলার কামসমুদ্র থানা এলাকায়। ঘটনায় চার অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। অভিযুক্তদের নাম আনন্দ কুমার, কাঁথারাজু, প্রবীণ এবং ভেনু। ধৃতদের মধ্যে তিনজন রাজমিস্ত্রী এবং একজন বাস চালক।
পুলিশ জানিয়েছে, নির্যাতিতা নাবালিকা নবম শ্রেণিতে পড়ে। জন্মদিনে নতুন জামাকাপড় এবং চকলেট না কিনে দেওয়ার জন্য বাবা-মায়ের উপরে তার অভিমান হয়েছিল। শুক্রবার স্কুলে না গিয়ে সে বাঙ্গারাপেটের বাসে উঠে পড়ে। বাসের মধ্যে একা দেখে অভিযুক্তরা তাকে ভুলিয়ে একটি পার্কে নিয়ে যায় এবং সন্ধ্যা পর্যন্ত সেখানে সময় কাটায়। সন্ধ্যায় অভিযুক্তরা তাকে একটি প্রাইভেট বাসে করে তানিমাদাগু গ্রামে নিয়ে যায়। সেখানে অভিযুক্তরা মদ খেয়ে তাকে নির্জন স্থানে গণধর্ষণ করে।
In a shocking incident, a 14-year-old girl was gang-raped on her birthday in the limits of Kamasamudra Police station in Kolar district of #Karnataka.
The incident has come to light lately, and four accused have been arrested in this connection, police said. pic.twitter.com/Cp2nksV7Qx
— IANS Tweets (@ians_india) February 20, 2022
মেয়েটির চিৎকার শুনে গ্রামবাসীরা বেরিয়ে এসে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের হেফাজতে নেয়। মেয়েটিকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পকসো আইনে মামলা রুজু করেছে।