COVID 19: কোভিডের জের, অন্য রাজ্য থেকে কর্ণাটকে প্রবেশে কী করতে হবে দেখুন
Coronavirus | Representational Image (Photo Credits: Pixabay)

বেঙ্গালুরু, ১৭ ফেব্রুয়ারি:  দেশ জুড়ে ক্রমশ কমছে করোনা সংক্রমণ (Coronavirus)। কোভিডের (COVID 19) থাবা আলগা হয়ে আসতে শুরু করায়,  গোটা দেশ থেকে একটু একটু করে করোনাবিধি তুলে নিতে হবে। কেন্দ্রের তরফে এমনই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। যার জেরে কোভিডবিধি অনেকটাই শিথিল করল কর্ণাটক (Karnataka) । কেরল (Kerala) এবং গোয়া (Goa) থেকে যাঁরা কর্ণাটকে হাজির হবেন, তাঁদের আর আরটিপিসিআর টেস্ট করাতে হবে না। তবে করোনা টিকাকরণ সম্পূর্ণ হলে তবেই কেউ কেরল এবং গোয়া থেকে কর্ণাটকে প্রবেশ করতে পারবেন বলে জানানো হয়েছে বাসবরাজ বোম্মাই সরকারের তরফে।

 

কেরল এবং গোয়ার আগে মহারাষ্ট্র (Maharashtra) থেকে আসা মানুষের ক্ষেত্রেও একই নিয়ম লাগু করে কর্ণাটক সরকার। গত সপ্তাহে জানানো হয়, যাঁরা মহারাষ্ট্র থেকে কর্ণাটকে প্রবেশ করবেন, তাঁরা সম্পূর্ণ টিকাকরণ করে তবেই দক্ষিণী রাজ্য প্রবেশ করতে পারবেন। মহারাষ্ট্র থেকে কর্ণাটকে এলে, আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট আর প্রয়োজন নেই বলে জানানো হয় সে রাজ্যের সরকারের তরফে।

আরও পড়ুন:  Shilpa Shetty: হারালেন 'প্রথম সন্তানকে', মুষড়ে পড়লেন শিল্পা শেট্টি, দেখুন

মহারাষ্ট্রের পর এবং গোয়া এবং কেরলের ক্ষেত্রেও কোভিডবিধি শিথিল করল কর্ণাটক সরকার।