Jharkhand: ঝাড়খণ্ডে খাদে বাস, মৃত ৬, আহত কমপক্ষে ৩৯
ঝাড়খণ্ডে খাদে বাস( Photo Credits-ANI)

রাঁচি, ২৫ জুন, ২০১৯:  ‌ঝাড়খণ্ডে ভয়ঙ্কর বাস দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১১ জনের, আহত ৩৩। সোমবার সকালে ঝাড়খণ্ডের (Jharkhand) গারওয়ায় খাদে পড়ে যায় একটি যাত্রীবাহী বাস। স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস ও দমকল বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাস্তার ধারের গার্ড ওয়াল ভেঙে বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৬ জনের। ৩৯ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে আরও পাঁচ জনের মৃত্যু হয়।আরও পড়ুন, কলকাতায় ফের ধৃত JMB জঙ্গি, হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে গ্রেফতার

এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১ জন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কা জনক। কী করে বাসটি খাদে পড়ল তার সঠিক কারণ এখনও জানা যায়নি। মনে করা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।