Jammu and Kashmir: টহলদারি পুলিশের উপর হামলা জঙ্গিদের, ফের আতঙ্কে কেঁপে উঠল জম্মু কাশ্মীর
ফের জঙ্গি হামলা শ্রীনগরে

শ্রীনগর, ৩ অগাস্ট: ফের জন্মু কাশ্মীরে (Jammu and Kashmir) হামলা চালাল জঙ্গিরা। শ্রীনগরের সিরাজচকে টহলদারি পুলিশের একটি দলের উপর হামলা চালায় জঙ্গিরা। হামলার পরপরই সেখানে আক্রান্ত হন এক পুলিশ (Police) কর্মী। সিরাজচকের এক বাসিন্দাও জঙ্গিদের গুলিতে আহত হন বলে খবর। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই সঙ্গে শ্রীনগরের (Srinagar) সিরাজচক এলাকা ঘিরে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার মোড়কে।

তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠীর তরফে হামলার দায় স্বীকার করা হয়নি। ফলে গোটা সিরাজচক এলাকা ঘিরে শুরু করা হয়েছে তল্লাশি।

আরও পড়ুন: COVID 19: করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, কেরলে সতর্কতা বিশেষজ্ঞদের

এদিকে স্বাধীনতা দিবসের আগে গোটা উপত্যকা জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সম্প্রতি জম্মুর সাম্বায় সন্দেহজনক পাকিস্তানি ড্রোনের ঘোরাফেরা চোখে পড়ে। রাতের অন্ধকারে পাকিস্তানি ড্রোনের উপস্থিতি নজরে আসায় চাঞ্চল্য ছড়ায়। তবে বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর পর অবশেষে আকাশ থেকে উধাও হয়ে যায় সন্দেহজনক ড্রোনটি। ওই ঘটনার পর থেকে গোটা উপত্যকা জুড়ে আরও কড়া করা হয়েছে নিরাপত্তার বহর।