Jammu And Kashmir: জঙ্গি সংগঠনকে ক্রমাগত সাহায্যের অভিযোগ, বরখাস্ত ১১ জন সরকারি কর্মী
ছবি ট্যুইটার

জম্মু, ১০ জুলাই: জঙ্গিদের সাহায্য করার অভিযোগে বরখাস্ত করা হল ১১ জন সরকারি কর্মীকে। জম্মু কাশ্মীর (Jammu And Kashmir) থেকে এমন খবর প্রকাশ্যে আসতেই, তা নিয়ে জোর জল্পনা ছড়িয়েছে। জানা যাচ্ছে, হিজবুল মুজাহিদিন সৈয়দ সালাউদ্দিনকে সাহায্যের অভিযোগেই বরখাস্ত করা হয় ১১ জনকে।

রিপোর্ট প্রকাশ, জম্মু কাশ্মীরের ১১ জন সরকারি কর্মীকে তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে জঙ্গি সংগঠনকে সাহায্যের অভিযোগে। যার মধ্যে অনন্তনাগের ৪ জন, বদগাঁওয়ের ৩ জন। বাকিরা বারামুলা, শ্রীনগর (Srinagar), কুপওয়ারা এবং পুলওয়ামার Pulwama)।

আরও পড়ুন:  Covaxin: সুখবর, আগামী ৪-৬ সপ্তাহের মধ্যে হু-এর অনুমোদন পেতে পারে কোভ্যাক্সিন

সূত্রের খবর, যে ১১ জন সরকারি চাকরিরত কর্মীকে বরখাস্ত করা হয়েছে, তাঁদের মধ্যে ৪ জন শিক্ষা দফতরের কর্মী। ২ জন চাকরি করেন জম্মু কাশ্মীর পুলিশে। বাকিরা কৃষি, বিদ্যুৎ -সহ অন্য বিভিন্ন দফতরে কর্মরত ছিলেন।

 

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই জম্মু কাশ্মীরের ওই ১১ জনের উপর নজর ছিল। জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ, তাদের খবর বিনিময় সহ অন্যান্য অভিযোগে একযোগে বরখাস্ত করা হয় ১১ জনকে।