
নতুন দিল্লি, ২৫ জানুয়ারি: অবশেষে তিন লাখের নিচে দৈনিক সংক্রমণ। সোমবার সারাদিনে নতুন করে করোনার (Coronavirus Cases In India) কবলে পড়লেন ২ লাখ ৫৫ হাজার ৮৭৪ জন। গতকালকের থেকে ৫০ হাজার ১৯০ জন কম আক্রান্ত হওয়ার খবর মিলেছে আজ। ২৪ ঘণ্টায় দেশে মারণ রোগের বলি ৬১৪ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২২ লাখ ৩৬ হাজার ৮৪২ । ২ লাখ ৬৭ হাজার ৭৫৩ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে। পজিটিভিটি রেট ১৫.৫২ শতাংশ। আরও পড়ুন-Winter In West Bengal: পশ্চিমী ঝঞ্ঝা বিদায়ে রাত থেকেই শুরু পারদ পতন, দক্ষিণবঙ্গে ফিরছে শীত
করোনার দৈনিক পরিসংখ্যান
India reports less than 3 lakh COVID cases- 2,55,874 new cases (50,190 less than yesterday), 614 deaths and 2,67,753 recoveries in the last 24 hours
Active case: 22,36,842
Daily positivity rate: 15.52% pic.twitter.com/IW8LijHuru
— ANI (@ANI) January 25, 2022
আশা জাগিয়ে রাজধানীতেও কমছে করোনার দাপট। একটা সময় দৈনিক সংক্রমণ ২০ হাজার ছাড়ালেও এখন সেখানে দৈনিক আক্রান্ত ৬ হাজারের নিচে। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে নয়া কোভিড আক্রান্তের সংখ্যা ৫৭৬০। পজেটিভিটি রেট ১২%-র কিছুটা কম। দেশের রাজধানী শহরে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা এখন ৪৫ হাজার ১৪০ । তাবলে কোভিড বিধি শিথিল হয়নি। এদিকে মুম্বইতে করোনা (COVID 19) সংক্রমণে কিছুটা ভাটা পড়লেও, পুণেতে (Pune) বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় পুণেতে ৭,৯৮৪ জন করোনায় আক্রান্ত হন। পাশাপাশি আজ পুণেতে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
মহারাষ্ট্রে কচিকাচার গতকাল থেকে স্কুলে যেতে শুরু করেছে। পশ্চিমবঙ্গে ফের কবে স্কুল খুলবে তা জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে।