
Coronavirus (Photo Credit: File Photo)
নতুন দিল্ল, ৫ এপ্রিল: সোমবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ৭৯৫ জন। একই দিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১,২০৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৫৮ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ১২ হাজার ৫৪ টি।
এখনও পর্যন্ত মৃত্যুমিছিলে শামিল ৫ লাখ ২১ হাজার ৪১৬ জন।পজিটিভিটি রেট ০.১৭ শতাংশ। সবমিলিয়ে টিকাকরণের আওতায় এসেছেন ১৮৪ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৮১ জন।
করোনার দৈনিক পরিসংখ্যান
India reports 795 fresh #COVID19 cases, 1,208 recoveries, and 58 deaths in the last 24 hours.
Active cases: 12,054 (0.03%)
Death toll: 5,21,416
Daily positivity rate: 0.17%
Total vaccination: 1,84,87,33,081 pic.twitter.com/kpduBaiAmX
— ANI (@ANI) April 5, 2022