COVID-19 Cases In India: ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা আক্রান্ত ৬২,২৫৮
কোভিড (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৭ মার্চ: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হলেন ৬২ হাজার ২৫৮ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ২৯১ জনের। সুস্থ হয়েছেন ৩০ হাজার ৩৮৬ জন। দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৯ লাখ ৮ হাজার ৯১০ জন। তার মধ্যে বর্তমানে চিকিৎসা চলছে ৪ লাখ ৫২ হাজার ৬৪৭ জনের। মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৬১ হাজার ২৪০ জনের। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ১২ লাখ ৯৫ হাজার ২৩ জনের। আজ এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Union Health Ministry)।

মন্ত্রক জানিয়েছে, গতকাল পর্যন্ত দেশে ৫ কোটি ৮১ লাখ ৯ হাজার ৭৭৩ জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। ICMR জানিয়েছে, গতকাল পর্যন্ত দেশ ২৩ কোটি ৯৭ হাজার ৬৯ লাখ ৫৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আরও পড়ুন: WB Assembly Elections 2021: প্রথম দফা নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটাধিকার প্রয়োগ করুন, অনুরোধ মোদির

বিশ্বে মৃতের সংখ্যা ছাড়াল ২৭ লাখ ৬৭ হাজার। গতকাল সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৬০ লাখ ৫৭ হাজার ৭৫৭ জন এবং মৃত্যু হয়েছে ২৭ লাখ ৬৭ হাজার ২৮৩ জনের। সুস্থ হয়েছেন ১০ কোটি ১৭ লাখ ১৯ হাজার ৫১২ জন।