Coronavirus Cases In India: সাড়ে তিন লাখের কোঠায় দৈনিক সংক্রমণ, ৯ হাজারের গণ্ডী ছাড়াল ওমিক্রন
Coronavirus In India (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২১ জানুয়ারি: ফের বাড়ল সংক্রমণ। বৃহস্পতিবার সারাদিনে দেশে নতুন করে কোভিডে আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ৩ লাখ ৪৭ হাজার ২৫৪ জন। একই দিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ২ লাখ ৫১ হাজার ৭৫৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৭০৩ জন। গতকালকের তুলনায় আজ আরও ২৯ হাজার ৭২২ জন বেশি সংক্রামিত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২০ লাখ ১৮ হাজার ৮২৫ জন। পজিিভিটি রেট ১৭.৯৪ শতাংশ। আরও পড়ুন-Winter In West Bengal: ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা, মেঘে ঢেকেছে মাঘের আকাশ

করোার দৈনিক পরিসংখ্যান

এখনও পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৬৯২। গতকাল কের তুলনায় ৪.৩৬ শতাংশ বেড়েছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। এদিকে অতিমারিতে দৈনিক মত্যু বাড়লেও পশ্চিমবঙ্গে (West Bengal) কমল করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত ১০,৯৫৯ জন। মৃত্যু হয়েছে ৩৭ জনের। রাজ্য়ের স্বাস্থ্য দফতরের তরফে সন্ধ্যায় কোভিড (COVID 19)  রিপোর্ট প্রকাশ করতে সংক্রমণ নিয়ে বেশ স্বস্তির নিঃশ্বাস ফেলছে মানুষ। যদিও কর্ণাটকে (Karnataka) বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। কর্ণাটকে এদিন কোভিড আক্রান্ত  ৪৭,৭৫৪ জন। মৃত্য়ু হয়েছে ২৯ জনের।