COVID-19 Cases: গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল ৩.৬২ লক্ষে, ২৪ ঘণ্টায় মৃত্যু ৪,১২০ জনের
ফাইল ছবি

দিল্লি, ১৩ মে: দাপিয়ে বেড়াচ্ছে করোনার (Corona) দ্বিতীয় ঢেউ। গত ২৪ ঘণ্টায় গোটা দেশ জুড়ে ৩,৬২,৭২৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। যার জেরে এই মুহূর্তে দেশ জুড়ে ২,৩৭,০৩,৬৬৫ জন আক্রান্ত বলে খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ২,৫৮,৩১৭। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪,১২০ জনের।

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে, সেখানেই জানানো হয়েছে এই তথ্য।

আরও পড়ুন: WHO: করোনা ভাইরাসের ভারতীয় প্রজাতি আরও সংক্রমক হয়ে উঠতে পারে, সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

এদিকে ভারতে করোনা ভাইরাসের (Coronavirus) যে প্রজাতি মিলেছে,তা আরও সংক্রমক হয়ে উঠতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর তরফে এমনই সতর্কতা জারি করা হয়েছে। গোটা বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের যে কটি প্রজাতির সন্ধান মিলেছে,তার মধ্যে এই ভারতীয় (Indian) ভ্যারিয়েন্টের সংক্রমণের ক্ষমতা ভবিষ্যতে আরও অনেক বেশি হয়ে উঠতে পারে বলে দাবি করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে। মঙ্গলবার বিকেলে হু-এর (WHO) তরফে এমনই একটি রিপোর্ট প্রকাশ করে জারি করা হয়েছে সতর্কতা।