Coronavirus Cases In India: আড়াই লাখের দোরগোড়ায় কড়া নাড়ছে দৈনিক সংক্রমণ, ওমিক্রন সংক্রমণ ঊর্দ্ধমুখী
Coronavirus In India(Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৩ জানুয়ারি: দেশের এক মাস আগের কোভিড চিত্রের সঙ্গে বর্তমানের যেন আকাশ পাতাল তফাত। যে তফাত গড়ে দিয়েছে করোনার নয়া প্রজাতি অতি সংক্রামক ওমিক্রন। বুধবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ২ লাখ ৪৭ হাজার ৪১৭ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন ৮৪ হাজার ৮২৫ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, এই মহূর্তে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১১ লাখ ১৭ হাজার ৫৩১। প্রতিদিনের পজিটিভিটি রেট ১৩.১১ শতাংশ।আরও পড়ুন- Covid Situation In India: কোভিড পরিস্থিতি নিয়ে আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

এদিকে নতুন বছরের ত্রয়োদশ দিনে ওমিক্রন আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ৫ হাজার ৪৮৮-তে। অন্যদিকে রাজ্যে (West Bengal) নতুন করে করোনায় আক্রান্ত হলেন ২২,১৫৫ জন। যার জেরে এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ কেস ১,১৬, ২৫১। মৃত্যু হয়েছে ২ জনের।

দেশের কোভিড পরিস্থিতি (Covid Situation In India) নিয়ে আজ সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)।