Coronavirus Cases In India: পঞ্চমীতেই মানুষের ঢল, করোনাতঙ্ক বাড়িয়ে দেশে সংক্রমণ ঊর্ধ্বমুখী
Coronavirus In India(Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১১ অক্টোবর: পঞ্চমীতে দেশজুড়ে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ১৮ হাজার ১৩২ জন। রবিবার হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেন ২১ হাজার ৫৬৩ জন। গতকাল সারাদিনে করোনার বলি ১৯৩ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ২ লাখ ২৭ হাজার ৩৪৭টি। এখনও পর্যন্ত করোনাকে জয় করতে পেরেছেন ৩ কোটি ৩২ লাখ ৯৩ হাজার ৪৭৮ জন। মত্যুমিছিলে শামিল ৪ লাখ ৫০ হাজার ৭৮২ জন। পঞ্চমী পর্যন্ত টিকা পেয়েছেন ৯৫ কোটি ১৯ লাখ ৮৪ হাজার ৩৭৩ জন। ঠাকুর দেখতে ঢল নামল দর্শণার্থীদের। ভিড় দেখে উদ্যোক্তাদের মাথায় হাত পড়েছে। দুর্গাপুজোকে করোনার সুপার স্প্রেডার আখ্যা দিয়েছে আইসিএমআর। জনমনে সতর্কতা না এলে পুজোর পরেই ভয়াবহ আকার নেবে অতিমারী। আরও পড়ুন-Petrol and Diesel Prices Rise: ষষ্ঠীতে পেট্রোল ডিজেলে ছ্যাঁকা, মধ্যবিত্তের পকেটে টান

করোনার দৈনিক পরিসংখ্যান

তবে মানুষ যে সতর্ক নেই পঞ্চমীর ঠাকুর দেখার জনসমুদ্র তা প্রমাণ করে দিল। দু্র্গাপুজো থেকে বড়দিন এবং নতুন বছরের আগমন। এই তিনমানের উৎসবের লাগামছাড়া হাবভাব করোনার থাবাকে আরও প্রসারিত করবে ভারতে। দ্বিতীয় ঢেউয়ে স্বজনহারা পরিবারগুলির চোকের জল শুকোয়নি। উৎসবের আলোয় সেজেছে শহর। পথে পতে মানুষরে ঢল। মহামারীর সময় এমন বর্মহীন ভারতকে দেখে আতঙ্কিত বিশ্বখ্যাত ভাইরোলজিস্টরা। এদেশে যেভাবে লকডাউন উঠেছে, করোনা বিধি নামমাত্র তাতে বিপদ মুখিয়ে রয়েছে সেবিষয়ে কোনও সন্দেহ নেই।