
নতুন দিল্লি, ২০ অক্টোবর: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Covid-19 Cases) আক্রান্ত হলেন ১৪ হাজার ৬২৩ জন। একই সময়ে মৃত্যু হল ১৯৭ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯ হাজার ৪৪৬ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Union Health Ministry) পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৪১ লাখ ৮ হাজার ৯৯৬। তার মধ্যে বর্তমানে চিকিৎসা চলছে ১ লাখ ৭৮ হাজার ৯৮ জন। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৪ লাখ ৭৮ হাজার ২৪৭ জন। সুস্থতার হার ৯৮.১৫ শতাংশ। মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৫২ হাজার ৬৫১ জন।
স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গতকাল পর্যন্ত ৯৯ কোটি ১২ লাখ ৮২ হাজার ২৮৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে গতকাল দেওয়া হয়েছে ৪১ লাখ ৩৬ হাজার ১৪২ ডোজ। আরও পড়ুন: Uttarakhand Rain: বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরাখণ্ডে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
#COVID19 | Of the 14,623 new infections and 197 deaths reported in India in the last 24 hours, Kerala reported 7,643 new cases and 77 deaths.
— ANI (@ANI) October 20, 2021
বিশ্বে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ২৩ লাখ ২৪ হাজার ৫৫৮ জন। মৃত্যু হয়েছে ৪৯ লাখ ২৮ হাজার ৮৩৮ জনের। সুস্থ হয়ে উঠেছেন ২১ কোটি ৯৬ লাখ ৭০ হাজার ৭০৪ জন।