Coronavirus Cases In India: সপ্তমীতে আশার আলো, দেশে নতুন করোনা রোগী ১৪ হাজার ৩১৩ জন
Covid-19 Cases In India (File Photo)

নতুন দিল্লি, ১২ অক্টোবর: পুজোতে উপচে পড়া ভিড়ের ছবি তৃতীয় ঢেউয়ের আতঙ্ককে বাড়িয়ে দিলেও উৎসবের মরশুমে নিম্নমুখী করোনা সংক্রমণ (Coronavirus Cases In India)। ষষ্ঠীতে দেশজুড়ে মারণ রোগের কবলে পড়লেন ১৪ হাজার ৩১৩ জন। করোনাকে হারিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৬ হাজার ৫৭৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনার বলি ১৮১ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৯ লাখ ৮৫ হাজার ৯২০ জন। এখনও পর্যন্ত করোনাকে জয় করেছেন ৩ কোটি ৩৩ লাখ ২০ হাজার ৫৭ জন। এই মুহূর্তে অ্য়াক্টিভ রোগী ২ লাখ ১৪ হাজার ৯০০। মৃত্যুমিছিলে শামিল ৪ লাখ ৫০ হাজার ৯৬৩ জন। আরও পড়ুন-Amitabh Bachchan Thanks Everyone: ৭৯-তম জন্মদিনে শুভেচ্ছার বন্যায় আপ্লুত অমিতাভ বচ্চন, দিলেন ধন্যবাদ

করোনার দৈনিক পরিসংখ্যান

এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ৯৫ কোটি ৮৯ লাখ ৭৮ হাজার ৪৯ জন। এছাড়া শুধু ষষ্ঠীতে টিকা নিলেন ৬৫ লাখ ৮৬ হাজার ৯২ জন। তবে দুর্গাপুজোকে করোনার সুপার স্প্রেডার বলা হচ্ছে। এখনই যদি সংক্রমণে লাগাম না টানা যায়, তাহলে পুজোর শেষে ভয়াবহ আকার নিতে পারে। এমনই আশঙ্কা করছে আইসিএমআর। বিশ্বখ্যাত ভাইরোলজিস্টরা মনে করছেন. করোনা না যেতেই ভারতে লকডাউন, কোভিড বিধি শিথিল হয়েছে। পুজো থেকে টানা ডিসেম্বরের শেষ এই তিন মাসের উৎসবে ভারতে কোভিড পরিস্থিতি বিপজ্জনক আকার নিতে পারে। কারণ ভারত এখন বর্মহীন। তাই উৎসবের আনন্দে গা ভাসানোর পাশাপাশি নিজেকে সুরক্ষিত রাখুন সংক্রমণ থেকে দূরে থাকুন।