Covid-19 Cases In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১০,৩০২ জন, মৃত্যু হয়েছে ২৬৭ জনের
Coronavirus Outbreak in China (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২০ নভেম্বর: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ১০ হাজার ৩০২ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ২৬৭ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৭৮৭ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Union Health Ministry) পরিসংখ্যান অনুযায়ী, দেশে বর্তমানে ১ লাখ ২৪ হাজার ৮৬৮ জনের চিকিৎসা চলছে। যা গত ৫৩১ দিনে সর্বনিম্ন।

দেশে ২৪ ঘণ্টায় মোট করোনা আক্রান্তের মধ্যে কেরলেই আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭৫৪ জন। দক্ষিণের এই রাজ্যে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৯ জনের। আরও পড়ুন: Mamata Banerjee's Mumbai Visit: তিনদিনের মুম্বই সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৩৬৪ জন। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ৪৭ হাজার ৪৩৭ জনে। নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬ লাখ ২০ হাজার ৬৬১ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ কোটি ৬৩ লাখ ২৭ হাজার ৩৯৯ জনে। বিশ্বে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৮৯০ জন। মোট সুস্থতার সংখ্যা ২৩ কোটি ১৫ লাখ ২৬ হাজার ১১৯ জন।