
নয়াদিল্লি: খাদ্যপণ্যের হাহাকার দেখা দিয়েছে পাকিস্তানে (Pakistan)। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে এবার সন্ত্রাসবাদীদের আঁতুড়ঘরে গৃহযুদ্ধ লাগার সম্ভাবনা প্রবল হচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই অবস্থার মধ্যেই জলচুক্তি (Water Treaty) নিয়ে পাকিস্তানকে (Pakistan) চাপ দিল ভারত (India)। পরিষ্কার বুঝিয়ে দিল দুই দেশের উপর দিয়ে প্রবাহিত নদীর জলের যথেচ্ছ ব্যবহার আর সহ্য করবে না দিল্লি।
বৃহস্পতিবার এপ্রসঙ্গে ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, "১৯৬০ সালে তৈরি হওয়া ইন্দাস জল চুক্তি (Indus Water Treaty) আধুনিকীকরণের (modification) জন্য আমরা গত ২৫ জানুয়ারি পাকিস্তানকে একটি নোটিস পাঠিয়েছি। এতে পাকিস্তানকে সুযোগ দেওয়া হয়েছে দু দেশের সরকারি স্তরে আলোচনা চালিয়ে চুক্তি লঙ্ঘনের অভিযোগটির মীমাংসা করা। এই বিষয়ে আলোচনার জন্য পাকিস্তানকে তাদের সুবিধামত দিনে বৈঠক করার আহ্বান জানিয়েছি আমরা।"
We've issued notice on Jan 25 for modification of Indus Water Treaty of 1960 to Pakistan. It was issued to provide opportunity to Pakistan to enter into govt-to-govt negotiation to rectify ongoing material breach of treaty. We've called upon Pak to notify suitable date:MEA Spox pic.twitter.com/MWpTpKKrY6
— ANI (@ANI) February 2, 2023