Madhya Pradesh: মধ্যপ্রদেশের গোয়ালিয়রে 'চার' পা নিয়ে জন্ম শিশুকন্যার
Baby Girl In Madhya Pradesh Born With 'Four' Legs (Photo Credit: ANI)

গোয়ালিয়র: ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়র (Gwalior) জেলায় কৌতুহল সৃষ্টি করে 'চার পা' নিয়ে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। বুধবার কমলা রাজা হাসপাতালের (Kamla Raja Hospital) নারী ও শিশু রোগ বিভাগে শিশুটির জন্ম দেন সিকান্দার কামপু (Sikandar Kampoo) মহল্লার আরতি কুশওয়াহা (Aarti Kushwaha)। নবজাতকটি সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শিশুকন্যার ওজন ২.৩কেজির। জন্মের পর গোয়ালিয়রের জয়রোগ্য হাসপাতাল (Jayarogya Hospital) গ্রুপের সুপারের সঙ্গে চিকিৎসকদের একটি দল শিশুটিকে পরীক্ষা করেন। জয়রোগ্য হাসপাতাল গ্রুপের সুপার ডাঃ আরকেএস ঢাকাদ (RKS Dhakad) এর অনুসারে, শিশুটির জন্মের সময় চারটি পা রয়েছে যেটি শারীরিক বিকৃতি। কিছু কিছু ভ্রূণ অতিরিক্ত হয়ে যায়, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ইসচিওপাগাস (Ischiopagus)। ভ্রূণ যখন দুই ভাগে বিভক্ত হয়ে যায়, তখন দুই জায়গায় শরীরের বিকাশ ঘটে। এই শিশুকন্যার কোমরের নীচের অংশ দুটি অতিরিক্ত পা দিয়ে বিকশিত হয়েছে, কিন্তু সেই পাগুলি নিষ্ক্রিয়। UP Shocker: নৃশংস! কুপিয়ে খুন ২ বছরের শিশুকে

এই মুহূর্তে শিশু বিভাগের চিকিৎসকেরা শরীরের অন্য কোনও অংশে বিকৃতি আছে কি না, তা খতিয়ে দেখছেন। পরীক্ষা-নিরীক্ষার পর সুস্থ হলে অস্ত্রোপচারের মাধ্যমে ওই পাগুলো বাদ দেওয়া হবে যাতে সে স্বাভাবিক জীবন যাপন করতে পারে। মেয়েটি বর্তমানে কমলা রাজা হাসপাতালের শিশু বিভাগের বিশেষ নবজাতক কেয়ার ইউনিটে (Newborn Care Unit) ভর্তি রয়েছে। শিশুটির শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে। বর্তমানে শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে।

এর আগে চলতি বছরের মার্চ মাসে মধ্যপ্রদেশের রতলামে এক মহিলা দুটি মাথা, তিনটি হাত ও দুটি পা নিয়ে সন্তানের জন্ম দেন।