Close
Search

Mamata Banerjee: মোদী সরকার এলে সংঘর্ষ বাধবেই, শিলচরে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের

দেশ Subhayan Roy|Subhayan Roy|
Mamata Banerjee: মোদী সরকার এলে সংঘর্ষ বাধবেই, শিলচরে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের

বুধবার একদিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) নলবাড়িতে জনসভা করছেন, তখন শিলচরে পাল্টা সভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিনে সভা থেকে কার্যত স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই মোদী সরকারকে আক্রমণ করলেন তিনি। মমতার দাবি, লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতলে অসমে কখনই এনআরসি, সিএএ কার্যকর হতে দেবে না।

তাঁর মতে, "এবারের নির্বাচন আগেরবারের থেকেও ভয়ঙ্কর হবে। এমন কালো এবং দুর্নীতিবাজদের নির্বাচন আগে কখনও হয়নি। এবারেও সরকার গড়লে দেশজুড়ে সংঘর্ষ হবে, এই গ্যারেন্টিই মোদী দিচ্ছেন। আমার মতে এই সরকার কখনও কারোর জন্য কিছু করে না। এটা জুমলাবাজদের সরকার। আমরা এদের ভয় পাই না"।

প্রসঙ্গত, এবারে অসমের চারটি লোকসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে তৃণমূল। শিলচর সহ কোকনঝাড়, লাখিমপুর এবং বরপেটায় প্রার্থী দিয়েছে ঘাসফুল শিবির। এদিন শিলচরের প্রার্থী রাধেশ্যামের সমর্থনে জনসভায় উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীদিনে বাকি ৩ জায়গাতেও জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো।

শহর পেট্রল ডিজেল
View all
Currency Price Change
শহর পেট্রল ডিজেল
View all
Currency Price Change

সম্পাদকের পছন্দ

ট্রেন্ডিং টপিক

West BengalNarendra ModiMamata BanerjeeAsia Cup 2023BJPVirat KohliCOVID19 VaccineSalman Khan