Uttar Pradesh: 'পশুদের খাবার অযোগ্য', খাবারের প্লেট নিয়ে কান্নায় ভেঙে পড়লেন UP পুলিশের কর্মী
Up Police (Photo Credit: Youtube)

লখনউ, ১১ অগাস্ট: খাবার নিয়ে অভিযোগ করলেন উত্তর প্রদেশ পুলিশের এক কর্মী। যে খাবার তাঁদের খেতে দেওয়া হয়, তা পশুদেরও অযোগ্য। এমনই বলতে বলতে ক্যামেরার সামনে কেঁদে ফেলললেন উত্তরপ্রদেশ পুলিশের এক কর্মী। এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। মনোজ কুমার নামে ওই পুলিশ কর্মী রাস্তার উপর খাবারের প্লেট নিয়ে আসেন। যেখানে তাঁর প্লেটে ডাল, রুটি দেখা যায়। ওই ডাল রুটি দেখিয়ে মনোজ কুমার কাঁদতে শুরু করলে, তাঁকে থানার ভিতর নিয়ে আসার চেষ্টা করেন পদস্থ আধিকারিকরা।

এরপরই ক্যামেরার সামনে ফের জোর করে হাজির হন মনোজ কুমার। তিনি বলেন, খাবার নিয়ে অভিযোগ করায়, তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হবে বলে হুমকি দেওয়া হয়।

মনোজ কুমার বলেন, পুলিশ কর্মীদের পর্যাপ্ত এবং পুষ্টিকর খাবার দেবে বলে ঘোষণা করে উত্তরপ্রদেশ সরকার। কিন্তু সেই সব প্রতিশ্রুতির তোয়াক্কা না করে, তাঁদের পশুর খাওয়ার অযোগ্য খাবার দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মনোজ কুমার।