K. Chandrashekar Rao: রাজ্য সরকারকে নিয়ে অপমানজনক মন্তব্য! কেসিআরের থেকে জবাবদিহি চাইল কমিশন

নির্বাচনী সভায় বেলাগাম মন্তব্য শাসক-বিরোধী সব দলের নেতারাই করছে। সম্প্রতি কংগ্রেসের উদ্দেশ্যে অপমানজনক মন্তব্য করে কমিশনের নজরে পড়লেন তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। গত ৫ এপ্রিল সিরসিলার একটি সভা থেকে রাজ্য সরকারকে 'লিলিপুট' বলে মন্তব্য করেন কেসিআর। এমনকী মুখ্যমন্ত্রী রেভানাথ রেড্ডির উদ্দেশ্যেও বেলাগাম মন্তব্য করে বসেন তিনি।

সদ্যই তেলেঙ্গানায় সরকার বদলেছে। ক্ষমতায় এসেছে কংগ্রেস। বিআরএস, বিজেপিকে পিছনে ফেলে জনতা রায় দিয়েছে কংগ্রেসের পক্ষে। লোকসভা নির্বাচনের জন্য প্রচারে গিয়ে বিআরএস সুপ্রিমো বলেন, এই সরকার লিলিপুটদের সরকার। একবছরের বেশি সময় ধরে টিকবে না এই সরকার। এখন কংগ্রেসকে যারা সমর্থন করছেন কিছুদিন বাদে তাঁরাই বিজেপির পাশে দাঁড়াবে। আর সবার আগে নৌকা বদলাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

কেসিআরের এই মন্তব্যের বিরোধীতা করেছে রাজ্যের শাসক দল। কমিশনে গিয়ে নালিশও জানিয়েছে। তারপরেই নোটিশ পাঠানো হয়েছে জাতীয়  নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আগামী ১৮ এপ্রিল ১১টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।