
নয়াদিল্লি: যৌন হেনস্থা বা এই ধরনের ভিডিয়োগুলি (Sexual Content) সোশ্যাল মিডিয়াতে (Social media) থেকে কেন সরিয়ে দেওয়া হচ্ছে না সেই বিষয়ে অসন্তোষ প্রকাশ করল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। বুধবার এই বিষয়ে নিজেদের বিরক্তির কথা জানিয়ে অবৈধ বা বেআইনিভাবে যারা এগুলি শেয়ার করতে তাদের আটকানোর পরামর্শ দিল সোশ্যাল মিডিয়া সাইটগুলিকে। অবিলম্বে এই ধরনের ভিডিয়ো সরিয়ে দিতে বলল। পাশাপাশি এই ধরনের ভিডিয়ো সরানোর আবেদন নিয়ে নির্যাতিতাকে (Victim) যেন ফের আদালতের দ্বারস্থ না হতে হয় সেই কথাও মনে করিয়ে দিল।
এই বিষয়ে আদালতের পক্ষ থেকে বলা হয়, ইন্টারনেট থেকে কোনও কিছু সরিয়ে না দিলে সেগুলি হারিয়ে যায় না। আর তখন বিষয়গুলি নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে পড়ে। ফলে আপত্তিকর ভিডিয়োগুলি দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে।
এপ্রসঙ্গে দিল্লি হাইকোর্টের বিচারপতি সুব্রমণিয়ম প্রসাদ জানান, এই ধরনের ভিডিয়োগুলি সরিয়ে দেওয়ার দায়িত্ব সার্চ ইঞ্জিনগুলির। তারা যদি সঙ্গে সঙ্গে এই ধরনের ভিডিয়োগুলি সরিয়ে না দেয় তাহলে নির্যাতিতাদের পরিচয় প্রকাশ্যে চলে আসে। আর তাঁরা কর্তৃপক্ষের কাছে এইগুলি সরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে ফের হেনস্থার শিকার হয়। আরও পড়ুন: SC on Ayurveda Doctors Pay: এমবিবিএস ডাক্তারদের সমতুল্য টাকা পেতে পারেন না আর্য়ুবেদিক চিকিৎসকরা, জানাল সুপ্রিম কোর্ট
Delhi High Court Says Resurfaced Sexual Content Should Be Removed; Victim Need Not Approach Court Againhttps://t.co/Lhf3ErHxFp#DelhiHighCourt #Court #Victim #Resurface
— LatestLY (@latestly) April 26, 2023