Dating App: ডেটিং অ্যাপে প্রেমের জালে ফাঁসিয়ে  প্রতারণা, ২৫টি ফোন সহ দিল্লি থেকে গ্রেফতার পাঁচ বিদেশী
প্রতীকী ছবি (Photo Credits: File Image)

ডেটিং অ্যাপে প্রেমের জালে ফাঁসানোর জন্য ভাড়া নেওয়া হয়েছিল অফিস। উদ্দেশ্য ছিল ডেটিং অ্যাপে চ্য়াটের মাধ্যমে প্রেমের জালে ফাঁসানো, তারপর টাকা বা মূল্যবান জিনিস হাতিয়ে নেওয়া। একেবারে রমরমিয়ে মাস্টার প্ল্যান বানিয়ে চলছিল চক্র। এই অপরাধে চণ্ডিগড় সাইবার ক্রাইম বিভাগের জালে ধরা পড়ল পাঁচ আফ্রিকান। তাদের সহযোগিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দিল্লির এক মহিলাকেও। ধৃত পাঁচ আফ্রিকানের মধ্যে চারজন নাইজেরিয়ান ও একজন গুয়ানার। রীতীমত জেলে ফেলে তাদের গ্রেফতার কর পুলিশ।

ডেটিং অ্যাপের প্রোফাইলে অন্যদের ছবি ব্যবহার করার জন্য এডিটিংয়ের লোকও ফ্রিলান্সিংয়ে নেওয়া হয়েছিল।

দেখুন টুইট

চণ্ডিগড় সাইবার ক্রাইমের এসপি কেতন বনসল জানালেন, বেশ বড় চক্র কাজ করছে এই ডেটিং অ্যপের পিছনে। অন্যদের ছবি ব্যবহার করে কাউকে প্রেমের জালে, কারও সঙ্গে যৌনতার জাল বিছিয়ে প্রতারণা করা হত। তাদের কাছ থেকে ২৫টি ফোন, ২টি ল্যাপটপ, তিনটি মোডেম ও একটি ল্যান্ডলাইন ফোন উদ্ধার হয়েছে। ভারতের বিভিন্ন প্রান্তের যুবক-পুরুষরা ইতিমধ্যেই এই চক্রের পাল্লায় পড়ে প্রতারণার শিকার হয়েছে বলে খবর।