COVID 19: উদ্বেগ বাড়াচ্ছে কোভিড, পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী
PM Narendra Modi (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ২৬ এপ্রিল:  দেশে ক্রমাগত বাড়ছে করোনা সংক্রমণ। গোটা দেশ জুড়ে যখন একটু একটু করে সংক্রমণ বাড়ছে, সেই সময় মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। গোটা দেশের কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতেই ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা যাচ্ছে।

 

দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। দিল্লিতে পরিস্থিতি ক্রমাগত উদ্বেগজনক বলে একের পর এক বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে যখন উদ্বেগ বাড়াচ্ছে করোনা, সেই সময় তামিলনাড়ুর আইআইটি মাদ্রাজে আজ ১১১ জন করোনায় আক্রান্ত বলে রিপোর্টে প্রকাশ।

আরও পড়ুন:  Karachi University Blast: 'চিন-পাকিস্তানের সম্পর্ক ইস্পাত কঠিন', করাচি বিস্ফোরণে ৩ চিনা নাগরিকের মৃত্যুতে মন্তব্য ইসলামাবাদের

আইআইটি মাদ্রাজে যাঁরা করোনায় আক্রান্ত হন, তাঁরা প্রত্যেকে হস্টেলে থাকেন বলে জানা যায়।