COVID 19: গোটা দেশ জুড়ে উর্দ্ধমুখী করোনার গ্রাফ, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৪৫ জনের
COVID (Photo Credit: Twitter)

দিল্লি, ২১ জুলাই:  গোটা দেশ জুড়ে ফের নতুন করে বাড়ছে করোনা (Corona) আক্রান্তের সংখ্যা। করোনার (COVID 19) চতুর্থ ঢেউ কি সম্মুখে? এমন প্রশ্ন যখন উঠছে, সেই সময় সংক্রমিতের সংখ্যা ফের বাড়তে শুরু করেছে। গোটা দেশে গত ২৪ ঘণ্টায় ২১,৫৫৬ জন কোভিডে নতুন করে আক্রান্ত বলে জানা যাচ্ছে। অন্যদিকে বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। যা নিয়ে ফের দেশের চিকিৎসা বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। সেই সঙ্গে ঘরের বাইরে বের হলে যাতে মাস্ক থাকে মুখে, সেই নির্দেশ নতুন করে জারি করা হয়েছে বেশ কয়েকটি রাজ্যের তরফে। কর্ণাটক থেকে জম্মু কাশ্মীর, প্রত্যেক রাজ্যে এবার ঘরের বাইরে বের হলে মাস্ক পরা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।

 

করোনার গ্রাফ যখন ফের উর্দ্ধমুখী, সেই সময় মাঙ্কিপক্সের (Monkeypox)  আতঙ্কও নতুন করে থাবা বসাতে শুরু করেছে। সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরে পরপর ২জন মাঙ্কিপক্সে আক্রান্ত হন। ত্রিবান্দ্রাম এবং কান্নুরে পরপর ২ জনের মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার খবর মেলে।

আরও পড়ুন: Black Alien Anthony Loffredo: শরীরে ট্যটু, নাক নেই, 'ব্ল্যাক এলিয়েন' অ্যান্টনিকে দেখলে চমকে উঠবেন

তবে মাঙ্কিপক্স নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই মুহূর্তে ভারতে অবস্থা নাগালের মধ্যে বলে জানান চিকিৎসা বিশেষজ্ঞরা।