COVID 19: কোভিডের ভয়াবহ থাবা, মহারাষ্ট্রে ২৪ ঘণ্টায় মৃত্যু ৯২০ জনের
ছবি ট্যুইটার

মুম্বই, ৫ মে: করোনায় (CIOVID 19) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মৃত্যু হল ৯২০ জনের। যা এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা বলে রিপোর্টে প্রকাশ। ৯২০ জনের মৃত্যুর পাশাপাশি আরও ৫৭ হাজার নতুন করে কোভিডে (Corona) আক্রান্ত। যার মধ্যে মুম্বইতেই ৩,৮৮২ জন আক্রান্ত। মুম্বইতে (Mumbai) মৃত্যু হয়েছে ৭৭ জনের। পুণেতে (Pune) আক্রান্ত ৯,০৮৪ জন। সেখানে মৃত্যু হয়েছে ৯৩ জনের।

অন্যদিকে কর্ণাটকে (Karnataka) একদিনে ৫০ হাজার ১১২ জন আক্রান্ত বলে খবর। যার মধ্যে বেঙ্গালুরুতেই আর্ধেক।  গত ২৪ ঘণ্টায় দক্ষিণের এই রাজ্যে মৃত্যু হয়েছে ৩৫০ জনের। যা নিয়ে বর্তমানে ৪,৮৭,২৮৮  জন করোনায় আক্রান্ত দক্ষিণের এই রাজ্যে। যদিও গত ২৪ ঘণ্টায় কর্ণাটকে ২৬,৮৪১ জন সুস্থ হয়েছেন বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:  Rudranil Ghosh: কুপ্রস্তাব থেকে নোংরা মেসেজের অভিযোগ, রুদ্রনীলের বিরুদ্ধে বিস্ফোরক তরুণী

অন্যদিকে করোনার তৃতীয় ঢেউয়ের জন্য এবার সবাইকে তৈরি থাকতে হবে বলে সাবধান করেন কেন্দ্রীয় সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টা বিজয় রাঘবন।

তিনি বলেন, করোনার তৃতীয় ঢেউ অবশম্ভাবি। তাই আগে থেকে তৈরি থাকতে হবে। যদিও করোনার এই তৃতীয় ঢেউ কবে থেকে ভারতে থাবা বসাতে শুরু করবে, সে বিষয়ে এখনও পরযন্ত কোনও আভাস মেলেনি বলে জানান রাঘবন।