Covaxin: কমল কোভ্যাক্সিনের দাম, ৪০০ টাকায় মিলবে ভারত বায়োটেকের টিকা
ছবি ট্যুইটার

দিল্লি, ২৯ এপ্রিল: কোভ্যাক্সিনের (Covaxin) দাম কমাল ভারত বায়োটেক। এবার থেকে ৪০০ টাকায় ভ্যাকসিন বিক্রি করা হবে বলে জানানো হয়েছে ভারত বায়োটেকের (Bharat Biotech) তরফে। এর আগে ৬০০ টাকা করে ভ্যাকসিনের দাম ধার্য করে ভারত বায়োটক কিন্তু এবার তা কমিয়ে করা হল ৪০০।

করোনা (Corona) মহামারীর (Pandemic) কথা মাথায় রেখেই ভ্যাকসিনের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় ভারত বায়োটেক। এর আগে কোভিশিল্ডের দাম কমানো হয় সেরামের তরফে। ৪০০ থেকে ৩০০-তে নামিয়ে আনা হয় কোভিশিল্ডের দাম। আদর পুনাওয়ালার তরফে ওই সিদ্ধান্ত ঘোষণার পরপরই ভারত বায়োটেকও কমিয়ে দেয় কোভ্যাক্সিনের দাম।

আরও পড়ুন: Police’s Dance: মহামারী থেকে মানুষকে রক্ষা করতে মাঝ রাস্তায় পুলিশের নাচ, ভাইরাল ভিডিয়ো

এদিকে আগামী ১ মে থেকে  ১৮ বছরের উর্ধ্বে প্রত্যেকে করোনার টিকা নিতে পারবেন বলে জাননো হয় কেন্দ্রীয় সরকারের তরফে। কো-উইন এবং আরোগ্য সেতু মাধ্যমে টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করা যাবে বলে জানানো হয়। তবে বুধবার বিকেল থেকে ভ্যাকসিনের জন্য নাম নথিভুক্ত হওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যেই বসে যায় ওই দুটি অ্যাপ। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়।