Court Orders FIR Against Arun Shourie: লক্ষ্মী বিলাস প্যালেস হোটেল বিক্রিতে দুর্নীতি, অরুণ শৌরির বিরুদ্ধে এফআইআরের নির্দেশ সিবিআই আদালতের
অরুণ শৌরি (Photo Credits: Twitter/Screenshot)

নতুন দিল্লি, ১৮ সেপ্টেম্বর: উদয়পুরের লক্ষ্মী বিলাস প্যালেস হোটেল (Laxmi Vilas Palace Hotel) বিক্রিতে দুর্নীতির অভিযোগে অরুণ শৌরির (Arun Shourie) বিরুদ্ধে সিবিআইকে (CBI) এফআইআর দায়ের করার নির্দেশ বিশেষ সিবিআই আদালতের। ২০০২ সালে রাজস্থানের অন্যতম সেরা এই হোটেল বিক্রি করা হয়। আদালতের পর্যবেক্ষণ, কম দামে হোটেল বিক্রি করা হয়েছিল, যাতে করদাতার আর্থিক ক্ষতি হয়েছে। তার জন্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ শৌরির বিরুদ্ধে অভিযোগ আনা উচিত। তৎকালীন বিলগ্নীকরণ মন্ত্রকের মন্ত্রী প্রবীণ সাংবাদিক অরুণ শৌরি বলেছন যে এই যদিও এই আদেশের বিরুদ্ধে তিনি রাজস্থান হাইকোর্টে একটি রিভিশন পিটিশন দায়ের করবেন বলে জানিয়েছেন শৌরি।

অরুণ শৌরি ছাডা়ও প্রাক্তন আমলা প্রদীপ বৈজাল এবং হোটেল ব্যবসায়ী জ্যোৎস্না সুরির বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজুর নির্দেশ দিয়েছে আদালত। আদালত চায় হোটেল বিক্রি মামলাটি আবারও চালু হোক। বিশেষ সিবিআই আদালতের বিচারক বলেন, "১৯৯৯ থেকে ২০০২ সাল অবধি সরকারের অর্থের ক্ষতি করতে অজ্ঞাতপরিচয় অফিসার এবং বেসরকারি ব্যক্তিরা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছিল প্রতি বর্গ ইয়ার্ডে ৪৫ টাকা। হোটেলের একটি চামচের দামও এর চেয়ে বেশি।" আরও পড়ুন: Harsimrat Kaur Badal: কেন্দ্রের ৩ কৃষক বিরোধী অধ্যাদেশের প্রতিবাদে NDA থেকে পদত্যাগ হরসিমরত কৌর বাদলের

ফতেহ সাগর হ্রদের তীরে দর্শনীয় পাঁচতারা হোটেল লক্ষ্মী বিলাস প্যালেস পর্যটকদের জন্য একটি বিশাল আকর্ষণ এবং ভারতের অন্যতম জনপ্রিয় গন্তব্য। আদালত বলেছে, হোটেল লক্ষ্মী বিলাস প্যালেসের মূল্য ২৫২ কোটি ডলারের বেশি ছিল। তবে হোটেল ব্যবসায়ী ললিত সুরির কাছে ৫ কোটি টাকায় সেটি বিক্রি হয়েছিল। স্বামী ললিত সুরির মৃত্যুর পরে জ্যোৎস্না সুরি ললিত গোষ্ঠীর হোটেলগুলির দায়িত্ব নেন।