Coronavirus Cases in India: উদ্বেগ বাড়ালো দৈনিক মৃত্যুসংখ্যা, নিম্নমুখী দেশের করোনা গ্রাফ
ছবি ট্য়ুইটার

নতুন দিল্লি, ১৯ জুন: দেশে আজ ফের নিম্নমুখী করোনা গ্রাফ (Coronavirus Cases in India)। বাড়ল সুস্থতার সংখ্যা। তবে চিন্তা বাড়িয়েছে মৃত্যুসংখ্যা (Death Cases)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের খবর অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হন ৬০ হাজার ৭৫৩ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১,৬৪৭ জন। তবে অনেকটাই বেড়েছে সুস্থতার সংখ্যা। একদিনে ৯৭ হাজার ৭৪৩ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গতকাল ১ হাজার ৫৮৭ জনের মৃত্যু হয়। তার তুলনায় আজ মৃত্যুসংখ্যা অনেকটাই বেড়েছে।

সবমিলিয়ে এখনও পর্যন্ত করোনা প্রাণ কেড়েছে ৩ লক্ষ ৮৫ হাজার ১৩৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৮ লক্ষ ২৩ হাজার ৫৪৬। এখনও পর্যন্ত সুস্থতার সংখ্যা ২ কোটি ৮৬ লক্ষ ৭৮ হাজার ৩৯০। দেশজুড়ে সক্রিয় রোগীর সংখ্যা ৭,৬০,০১৯ জন। এখনও পর্যন্ত করোনার টিকা পেয়েছেন ২৭ কোটি ২৩ লক্ষ ৮৮ হাজার ৭৮৩ জন। আরও পড়ুন, করোনার ডেল্টা প্রজাতিই বর্তমানে গোটা বিশ্বের ত্রাস, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

গতকালের বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার সারাদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৪৮০ জন৷ তাঁর থেকে বেশ অনেকটাই কমল শুক্রবার সারাদিনের আক্রান্তের সংখ্যা। করোনার দ্বিতীয় ঢেউয়ের বিপদসীমা খানিকটা কেটেছে। তবে চোখ রাঙাচ্ছে করোনার ডেল্টা প্রজাতি। আবার অক্টোবরে আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ। করোনার (Corona) ভয়ঙ্কর প্রজাতি ডেল্টার দাপটে যখন গোটা ভারত বিধ্বস্ত, তার রেশ কাটতে না কাটতেই এবার তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা ছড়াল বিশেষজ্ঞদের মাঝে। চলতি বছরের অক্টোবরে ভারতে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় (Corona Third Wave) ঢেউ। মারণ ভাইরাসের তৃতীয় ঢেউয়ের প্রভাব দ্বিতীয় ঢেউয়ের তুলনায় কিছুটা কম হলেও, তার প্রভাব পড়বে কয়েক মাস ধরে। করোনার তৃতীয় ঢেউয়ের জেরে শিশুরাও আক্রান্ত হতে পারে বলে করা হচ্ছে আশঙ্কা।