Chennai Platform (Photo Credit: Twitter)

চেন্নাই, ১৩ অক্টোবর:  চেন্নাইতে (Chennai) চলন্ত ট্রেনের নীচে ঠেলে ফেলে দেওয়া হল এক তরুণীকে। চেন্নাইয়ের টি নগর প্ল্যাটফর্মে আচমকাই বছর কুড়ির এক কলেজ পড়ুয়াকে ঠেলে ফেলা হয়। টি নগর প্ল্য়াটফর্মে কেন ওই কলেজ পড়ুয়াকে তাঁর বন্ধু ঠেলে ফেলে দিল, তা নিয়ে তগন্ত শুরু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। যদিও অভিযুক্তর খোঁজ এখনও মেলেনি। পুলিশ (Police) অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে।

বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ সতীশ নামে এক তরুণের সঙ্গে বছর ২০-র তরুণীর বিবাদ শুরু হয়। বিবাদের মাঝেই ওই তরুণীকে প্ল্যাটফর্ম থেকে ঠেলে ফেলে দেয় তরুণ। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ওই তরুণীকে প্ল্যাটফর্মে ফেলে রেখে চম্পট দেয় তরুণ। এরপর থেকেই পুলিশ ঘটনার তল্লাশি শুরু করে।

 

তবে দুর্ঘটনার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। তবে খোঁজ শুরু হয়েছে।