Cabinet Approves Changes In Senior Citizens Law: শুধুমাত্র ছেলে-মেয়ে নয়, এবার প্রবীণ নাগরিকদের দেখাশোনার দায়িত্ব নিতে হবে জামাই-পুত্রবধূকেও
প্রতীকী ছবি (Image credits: Getty Images)

নতুন দিল্লি, ৫ ডিসেম্বর: বৃদ্ধ মা-বাবার দেখাশোনার দায়িত্ব শুধুমাত্র ছেলে-মেয়েদেরই নয়। পুত্রবধূ ও জামাইদেরও দায়িত্ব নিতে হবে বৃদ্ধ-বৃদ্ধাদের। মেইনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন অ্যাক্টে (Maintenance and Welfare of Parents and Senior Citizens Act) সংশোধনী আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই সংশোধনীতে শুধুমাত্র নিজের সন্তানরাই নয়, প্রবীণ নাগরিকদের (Senior Citizen) দেখাশোনার দায়িত্ব বাধ্যতামূলকভাবে নিতে হবে জামাই (son-in-law) ও পুত্রবধূদের (daughter-in-law)। বুধবার এই সংশোধনীতে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। শীঘ্রই আইনটি সংসদে পেশ করা হবে।

টাইমস অফ ইন্ডিয়ার (Times of India) এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রবীণ নাগরিক হোক বা না হোক শ্বশুর-শাশুড়ি এবং দাদু-ঠাকুমাকে দেখাশোনার বিষয়টি নতুন সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখনকার আইনে বলা আছে, বৃদ্ধ-বৃদ্ধরা সর্বোচ্চ ১০ হাজার টাকা করে মাসে খোরপোষ পেতে পারেন। কিন্তু সরকার এই উর্দ্ধসীমা তুলে দিতে চায়। যারা নতুন আইন মানবে না তাদের সর্বোচ্চ ৬ মাসের জেল হতে পারে। একজন প্রবীণ নাগরিক যিনি নিজের উপার্জন বা সম্পত্তি থেকে নিজের দেখাশোনা করতে পারেন না, তিনি এই আইনের আওতায় থাকবেন। আরও পড়ুন: Unnao Rape Case: জেল থেকে বেরিয়েই উন্নাওয়ের নির্যাতিতাকে পুড়িয়ে মারার চেষ্টা ধর্ষকদের, উত্তরপ্রদেশে শোরগোল

মা-বাবা এবং প্রবীণ নাগরিকদের মর্যাদা নিশ্চিত করার উদ্দেশ্যেই সংশোধনী আনছে কেন্দ্রীয় সরকার। নতুন বিলে দত্তক নেওয়া ছেলে-মেয়ে, সৎ ছেলে বা মেয়ে এমনকী নাতি-নাতনিদেরও যাতে বৃদ্ধ-বৃদ্ধদের দায়িত্ব নিতে বাধ্য করা যায়, তার ব্যবস্থা রাখা হয়েছে। প্রবীণ নাগরিক বা তাঁর আত্মীয়ের বেতন এবং জীবনযাত্রার ভিত্তিতে খোরপেষের পরিমাণ ঠিক হবে। কোনও প্রবীণ নাগরিক যদি খোরপোষ পেতে ব্যর্থ হন তবে তিনি আইনের দ্বারস্থ হতে পারেন।