Bihar Election 2025 NDA Seat Sharing: বিহারে এনডিএ জোটের আসন বণ্টন চূড়ান্ত হয়ে গেল। নীতীশ কুমারের রাজ্য়ে শরিকদের গুরুত্ব দিয়ে আসনে 'আত্মত্য়াগ' করলেন নরেন্দ্র মোদী-অমিত শাহ-রা। গতবারের চেয়ে কম সংখ্যক আসনে লড়ছে বিজেপি ও নীতীশ কুমারের জেডি (ইউ)। তবে গতবারের মত নীতীশের চেয়ে কম আসনে নয়, বরং সমান সংখ্যক আসনে প্রার্থী দেবে বিজেপি ও জনতা দল ইউনাইটেড। ২৪৩ আসনের বিহার বিধানসভায় এনডিএ জোটের অধীনে বিজেপি ও নীতীশের জেডি (ইউ) ১০১টি করে লড়বে। আর এই দুই বড় দলের বাইরে বাকি ৪১টি আসনের মধ্যে চিরাগ পাসোয়ানের দল ২৯টি, উপেন্দ্র কুশওয়ার আরএলএম ও জিতন রাম মাঝির হাম ৬টি করে আসনে প্রার্থী দেবে। বিহারে সরকার গড়তে হলে ১২২ জন বিধায়কের প্রয়োজন হয়, ফলে বিজেপিকে সরকার গড়তে হলে নীতীশের সমর্থন লাগবেই। গতবার বিহারে বিজেপি ১১০টি আসনে প্রার্থী দিয়েছিল, সেখানে এবার পদ্মশিবির লড়বে ১০১টি-তে। নীতীশরা গতবার লড়েছিলেন ১১৫টিতে, এবার সেখানে জেডি (ইউ) লড়ছে ১০১টিতে।
চিরাগকে জায়গা দিলেন মোদী, নীতীশ
কিন্তু গতবারের চেয়ে বিজেপি কম আসনে প্রার্থী দিল কেন? আসলে ২০২০ বিধানসভায় রামবিলাস পাসোয়ানের মৃত্য়ুর পর এনডিএ ছেড়ে একাই লড়েছিলেন তাঁর ছেলে তথা এলজেপি নেতা চিরাগ পাসোয়ান। ফলে তুলনায় বেশি আসনে লড়ার সুযোগ পেয়েছিল বিজেপি ও জেডি (ইউ)। কিন্তু গত বছর লোকসভা নির্বাচনে দারুণ ফল করা চিরাগের এলজেপি (রামবিলাস)-কে বেশ কতগুলি আসন ছাড়তেই হত। কারণ চিরাগের দলের অন্তত ২৫টি আসনে জেতার ক্ষমতা রয়েছে। এই ২৫টি আসন শেষ অবধি বিহারের কুর্সিতে কে বসবে তা ঠিক করে দিতে পারে। তাই গতবারের চেয়ে নীতীশের দল ১৪টি ও বিজেপি ৯টি আসনে কম লড়ছে। গতবারের চেয়ে একটি আসনে কম লড়ছে জিতন রাম মাঝি। তেমন গতবার এনডিএ জোটে থাকা মুকেশ সাহানির বিকাশ ইনসান পার্টিকে ১১টি আসন ছাড়া হয়েছিল। এবার বিকাশ ইনসান পার্টি আর এনডিএ-র সঙ্গে নেই। তার পরিবর্তে নীতীশের দল ছেড়ে বেরিয়ে নিজের দল গড়া উপেন্দ্র কুশওয়াকে ৬টি আসন ছেড়েছে বিজেপি। গতবার বিহার বিধানসভা নির্বাচনে ১১০টি আসনে বিজেপি জিতেছিল ৭৪টি-তে, সেখানে ১১৫টিতে লড়ে জেডি (ইউ) পায় মাত্র ৪৩টি আসন।
মহাগঠবন্ধন জোটে এবার ১৫০টির বেশি আসনে লড়তে পারে আরজেডি
এবার দেখার বিহারে বিরোধী মহাগঠবন্ধন জোটের আসন ভাগাভাগির পর কে কতগুলি আসনে প্রার্থী দেয়। গতবার লালুপ্রসাদ-তেজস্বী যাদবের আরজেডি ১৪৪টি, কংগ্রেস ৭০টি, বামেরা ২৯টি আসনে লড়েছিল। শোনা যাচ্ছে তেজস্বী যাদবরা এবার আরও বেশি সংখ্যক আসনে লড়বে, কংগ্রেস সেখানে মাত্র ৫৫টি আসন পেতে পারে। গতবার কংগ্রেসের ভরাবডুবির জন্যই তেজস্বীর একটুর জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসা হয়নি। বিহারে ৬ ও ১১ নভেম্বর দুদফায় ভোটগ্রহণ। ফলপ্রকাশ ১৪ নভেম্বর।
২০২৫ বিহার বিধানসভা ভোটে এনডিএ-র আসন বণ্টন
বিজেপি-১০১ (গতবার ১১০)
জেডি (ইউ)- ১০১ (গতবার ১১৫)
এলজেপি (রামবিলাস)- ২৯ (গতবার একাই ১৪১টি আসনে লড়ে)
হিন্দুস্থান আওয়াম মোর্চা-৬ (গতবার ৭)
রাষ্ট্রীয় লোক মোর্চা- ৬ (এবার প্রথম)