COVID19 : মানুষের প্রয়োজন, অসমে স্টেডিয়াম বদলে গেল কোভিড কেয়ার সেন্টারে, দেখুন
স্টেডিয়াম বদলে গেল কোভিড কেয়ার সেন্টারে

গুয়াহাটি, ২১ এপ্রিল : গোটা দেশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনার (Corona) দ্বিতীয় ঢেউ। কোভিড ১৯-এর হাত থেকে রক্ষা পেতে গোটা দেশের চিকিৎসক এবং চিকিৎসা কর্মীরা এক নাগাড়ে কাজ শুরু করেছেন। প্রত্যেকে যাতে কোভিড (COVID 19) ভ্যাকসিন নেন, বার বার সেই আবেদন জানাচ্ছেন চিকিৎসক এবং চিকিৎসা কর্মীরা। তার মধ্যেই এবার কোভিড রোগীদের চিকিৎসায় নয়া ব্যবস্থা করল অসম সরকার।

করোনার বাড়বাড়ন্তের জেরে এবার অসমের সারুসাজাই স্টেডিয়ামকে পরিণত করা হল কোভিড কেয়ার সেন্টারে। যেখানে ১০০০ মানুষকে কোয়ারেন্টিন কে চিকিৎসা করা যাবে বলে জানা যাচ্ছে।

 

আরও পড়ুন : Nashik oxygen leakage : নাসিকে অক্সিজেন ট্যাঙ্কে লিক, হাসপাতালে ভয়াবহ মৃত্যু ২২ জনের

এদিকে এবার করোনা ভ্যাকসিন (Corona Vaccine) দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল অসম সরকার। এবার ১৮ থেকে ৪৫ বয়সের সমস্ত মানুষকে বিনামূল্যে টিকা দেওয়া হবে বলে জানান অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। গোটা রাজ্যের মানুষের টিকাকারণের জন্য ভারত বায়োটেককে ১ কোটি করোনার ভ্যাকসিনের ডোজ তৈরির বরাত দেওয়া হয়েছে বলে জানান হিমন্ত বিশ্বশর্মা।