COVID 19: তৃতীয় ঢেউ কি আসন্ন? দেশে করোনাভাইরাসের অ্যাক্টিভ কেসের পরিসংখ্যান দেখলে শিউরে উঠবেন
Coronavirus (Photo Credit: File Photo)

দিল্লি, ৩১ ডিসেম্বর:  গোটা দেশ জুড়ে হু হু করে বাড়ছে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা। শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনাভাইরাসে অ্যাক্টিভ কেস বেড়ে দাঁড়িয়েছে  ৯১,৩৬১ জন। এমনই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে সরকারি সূত্রের তরফে। এদিকে দিল্লি, মুম্বই, কলকাতার পর বেঙ্গালুরুতেও বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বেঙ্গালুরুতে ৫৬৫ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এমনই জানানো হয়েছে বেঙ্গালুরু (Bengaluru) মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে।

 

এদিকে বিহারে (Bihar) প্রথম ওমিক্রন (Omicron) আক্রান্তের খোঁজ মিলেছে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দফতরের তরফে ওই খবর প্রকাশ করা হয়েছে। গোটা দেশের সঙ্গে ওড়িশাতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ওড়িশায় ২২৮ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর।

আরও পড়ুন:  Uttar Pradesh: 'সমাজবাদী পারফিউম' প্রস্তুতকারক-এর একাধিক ঠিকানায় আয়কর হানা, সরগরম উত্তরপ্রদেশ

অন্যদিকে ফ্রান্সে (France) ওমিক্রনকেই করোনারভাইরাসের প্রধান প্রজাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফ্রান্সে ডেল্টার সংক্রমণ কেম গিয়ে ওমিক্রন ডালপালা বিস্তার করছে হু হু করে।