Maharashtra: লকডাউনের প্রভাব! মহারাষ্ট্রের ১৫ জেলায় কমছে করোনা সংক্রমণ
মুম্বই জুড়ে লকডাউন

মুম্বই, ৪ মে: করোনা (Corona) সংক্রমণে ক্রমশ ভাটা পড়ছে। মহারাষ্ট্রের যে ১৫টি জেলায় সবচেয়ে বেশি সংক্রমণ হয়, সেখানে আপাতত হ্রাস টানা গিয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে।

মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী জানান, মুম্বই (Mumbai), ঔরঙ্গাবাদ, থানে (Thane), নাসিক, রাইগড়, নাগপুর, লাতুর, অমরাবতী, নান্দেড়, ধুলি, ভান্ডারা, নান্দুরবাদ, ওসমানাবাদ, চন্দ্রপুর এনং গোন্ডিয়ায় সংক্রমণের মাত্রা কমানো গিয়েছে।

আরও পড়ুন:  Deepika Padukone: করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন, আক্রান্ত গোটা পরিবার

পাশাপাশি মহারাষ্ট্রের (Maharashtra) মানুষকে যাতে আরও বেশি করে টিকা দেওয়া যায়, তার জন্য সরকার বদ্ধপরিকর। সেই কারণে ১৮.৫ লক্ষ ভ্যাকসিন তৈরির বরাত দেওয়া হয়েছে। যার মধ্যে কোভ্যাকসিন এবং কোভিশিল্ড দুটোই রয়েছে বলে জানান রাজেশ টোপে।

সম্প্রতি মহারাষ্ট্র জুড়ে লকডাউন (Lockdown) ঘোষণা করা হয়। কোভিড সংক্রমণে হ্রাস টানতেই ওই সিদ্ধান্ত নেয় উদ্ধব ঠাকরে সরকার। লকডাউনের জেরেই মহারাষ্ট্রে সংক্রমণে হ্রাস টানা গিয়েছে বলে দাবি করা হয় মহারাষ্ট্র সরকার।