Kangana Ranaut: ট্যুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড, রাগে ফুঁসে উঠলেন কঙ্গনা
কঙ্গনা রানাউত

মুম্বই, ৪ মে:  বাংলায়  (West Bengal) ভোট পরবর্তী হিংসা এবং অশান্তি অব্যাহত। ভোট পরবর্তী  হিংসার অভিযোগ করে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দাবি করেন কঙ্গনা রানাউত। এরপরই কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) ট্যুইটার (Twitter) হ্যান্ডেল সাময়িকভাবে সাসপেন্ড করা হয় প্রথমে। বিষয়টি নিয়ে জোর শোরগোল শুরু হলে, কঙ্গনার ট্যুইটার অ্যাকাউন্ট  একেবারে বন্ধ করে দেওয়া হয় কর্তৃপক্ষের তরফে। এরপরই বিষয়টি নিয়ে সরব হন কঙ্গনা।

তিনি বলেন, ট্যুইটার ইচ্ছে করে তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, ট্যুইটার তাঁর সঙ্গে বর্ণ বিদ্বেষমূলক আচরণ করে তাঁর নীতি নির্ধারণ করতে চাইছে বলেও অভিযোগ করেন কঙ্গনা।

আরও পড়ুন:  Sonu Sood: করোনা আক্রান্তকে ঝাঁসি থেকে হায়দরাবাদের হাসপাতালে চিকিৎসা সোনু সুদের, 'মসিহার' প্রশংসায় নেট জনতা

পাশাপাশি তিনি আরও বলেন, কোনওভাবেই তাঁর প্রতিবাদ বন্ধ করা যাবে না। শুধু ট্যুইটার নয়, এমন অনেক মাধ্যম রয়েছে, যাকে ব্যবহার করে প্রতিবাদ করা যায়। শুধু তাই নয়, সিনেমাকে (Cinema) হাতিয়ার করেও তিনি তাঁর প্রতিবাদ অব্যাহত রাখতে পারবেন বলেও ট্যুইটার কর্তৃপক্ষের বিরুদ্ধে সুর চড়ান কঙ্গনা।