Priyanka Chopra : প্রিয়াঙ্কার নতুন ছবিতে মুগ্ধ অনুরাগীরা,দেখুন
প্রিয়াঙ্কা, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ১৬ এপ্রিল :  নতুন ছবি শেয়ার করলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। নিজের সোশ্যাল হ্যান্ডেলেই 'সান কিসড সেলফি' শেয়ার করেন পিগি। জোনাস ঘরণীর নতুন ছবি প্রকাশ্যে আসতেই, তা নজর কেড়ে নেয় নেট জনতার (Netizen)।

'লিভিং দ্য লাইট' ক্যাপশন দিয়ে নতুন ওই ছবি শেয়ার করেন প্রিয়াঙ্কা চোপড়া। শুধু তাই নয়, সুন্দর ওই জীবনের জন্য তিনি কৃতজ্ঞ বলেও মন্তব্য করতে দেখা যায় প্রিয়াঙ্কাকে।

আরও পড়ুন : Malaika Arora On Kumbh Mela : 'মহামারীর মধ্যে কুম্ভে জনজোয়ার দেখে আশ্চর্য হচ্ছি', বললেন মালাইকা

 

View this post on Instagram

 

বর্তমানে মার্কিন মুলুকে (US) রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানেই নিক জোনাসের (Nick Jonas) সঙ্গে ঘরবন্দি রয়েছেন তিনি। করোনার জেরে লকডাউনের ফলে গত এক বছরে মুম্বইতে ফেরননি পিগি। ফলে বিদেশে বসেই কখনও নিজের সিনেমার শ্যুটিং করছেন প্রিয়াঙ্কা  আবার কখনও নিকের সঙ্গে জমিয়ে সংসার করছেন তিনি। সেই সব ছবি প্রকাশ্যে উঠে আসতেই অভিনেত্রীর অনুরাগীরা তাঁকে প্রশংসায় ভরিয়ে দেন।