Malaika Arora : রান্নাঘরে চমক মালাইকার, ভাইরাল নায়িকার ছবি
চমক মালাইকার

মুম্বই, ৩১ মার্চ  : হোলি পার্টি শেষ করে আপাতত বাড়িতেই রয়েছেন মালাইকা অরোরা। হোলি পার্টি শেষ করে আপাতত স্বাস্থ্যের দিকে নজর দিয়েছেন মালাইকা। সেই কারণে আলিবাগ থেকে বাড়িতে ফিরে স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন মাল্লা।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বুধবার একটি ছবি শেয়ার করেন মালাইকা (Malaika Arora)। যেখানে নিজের টাস্কানি অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে রান্না করতে দেখা যায় অভিনেত্রীকে। স্বাস্থ্যকর খাবার খেয়ে ভাল থাকাই লক্ষ্য বলে নিজের ইনস্টাগ্রামে (Instagram) উল্লেখ করেন মাল্লা।

আরও পড়ুন : Kareena Kapoor Khan : ওজন ঝরিয়ে প্রকাশ্যে করিনা, গ্ল্যামারে ঝলসে দিলেন নায়িকা

দেখুন...

 

 

View this post on Instagram

 

সম্প্রতি হোলি (Holi) উপলক্ষ্যে আলিবাগে যান মালাইকা অরোরা। অর্জুন কাপুর (Arjun Kapoor) এবং বেশ কয়েকজন বন্ধুর সঙ্গে আলিবাগে যান অভিনেত্রী। আলিবাগ থেকে ফেরার পরই এবার স্বাস্থ্যকর খাবার নিয়ে অনুরাগীদের সামনে হাজির হন মালাইকা।

আরও পড়ুন : Prosenjit Chatterjee : করোনা ভ্যাকসিন নিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?

প্রসঙ্গত আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই অর্জুন কাপুরের সঙ্গে ডেট করছেন মালাইকা। যদিও বলিউডের এই তারকা জুটি কবে বিয়ে করবেন, সে বিষয়ে স্পষ্ট করে তাঁরা কিছু জানাননি।