KK: মৃত্যুর শোকের মাঝেই কাল সৃজিতের শেরদিল-এ কেকে-র গানের আত্মপ্রকাশ
KK (Photo Credit: File Photo)

মুম্বই, ৫ জুন: KK-র মৃত্যু নিয়ে শোক কাটতেই চাইছে না। এর মধ্যে আবার বাঙালি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) 'শেরদিল' (Sherdil) সিনেমায় কেকে-র গান রিলিজ হতে চলেছে। সম্প্রতি ছবির ট্রেলর রিলিজের পর, আগামিকাল, সোমবার এই সিনেমায় কেকে-র গাওয়া গান রিলিজ হতে চলেছে।

ধুপ পানি বেহেনে দে (Dhoop Paani Bahne De)-নামের কেকে-র গাওয়া এই গানটি লিখেছেন গুলজার, সঙ্গীত পরিচালনা করেছেন শান্তুনু মৈত্র। টি সিরিজ, রিলায়েন্স এন্টারটেনমেন্ট ও সৃজিতের নিজস্ব প্রযোজন সংস্থার ব্যানারে রিলিজ করতে চলেছে 'শেরদিল' নামের সিনেমাটি। পঙ্কজ ত্রিপাঠি, সায়নী গুপ্তা, নীরজ কবির মত অভিনেতাদের দেখা যাবে এই সিনেমায়।

দেখুন টুইট

গঙ্গারাম নামের এক সাহসী মানুষের জীবন ও সংগ্রামের গল্প বলা হয়েছে এই সিনেমায়। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি। দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে বাঘের মুখে যেতেও পিছপা হয়নি পঞ্চায়েত প্রধান গঙ্গারাম । বাঘের সামনে দাঁড়িয়ে বলেছেন, 'তুমি শের হলে আমি শেরদিল!