Sunny Leone: করোনাভাইরাসের ভয়ে মাস্ক পরে ঘুরছেন সানি লিওনি!
করোনাভাইরাসের ভয়ে মাস্ক পরে ঘুরছেন সানি লিওনি (Photo Credits: Instagram)

মুম্বই, ৩১ জানুয়ারি: করোনাভাইরাসের (Coronavirus) কবলে চিন (China)। মারণরোগের আকার নিয়েছে ওই এক চিলতে দত্যি। যার আঁচ লেগেছে ভারতের কেরলেও (Kerala, India)। গতকালই দক্ষিণের ওই রাজ্যে মারণ ভাইরাসে একজনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। মারণ ভাইরাস থেকে সতর্ক হতে বিশ্বস্বাস্থ্য (World Health) নিয়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation)। এবার এই মারণভাইরাস নিয়ে স্বাস্থ্য সচেতনতার বার্তা দিতে দেখা গেল বলি সেলেবদেরও (Bollywood Celebrity)।

বিমানবন্দরে (Airport) করোনার সচেতনতার বার্তা দিয়ে বিতর্কে জড়ালেন সানি লিওনি (Sunny Leone)। বিতর্কের কেন্দ্রে তাঁর সেলফি (Selfie) তোলা। ঘটনা কী? জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকালে মুম্বই বিমানবন্দর (Mumbai Airport) পৌঁছোন অভিনেত্রী। সঙ্গে ছিলেন তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবারও (Daniel Weber)। সানি গাড়ি (Car) থেকে নামার পরে স্বাভাবিক ভাবেই অনুরাগীরা তাঁর সঙ্গে ছবি তুলতে ছুটে আসেন। হাত নেড়ে তাঁদের প্রত্যেককে থামিয়ে দেন অভিনেত্রী (Actress)। সেই সময়ই এক ভক্ত ছুটে এসে তাঁর সঙ্গে সেলফি তুলতে যান। সানি এক কথায় তাঁকে থামিয়ে দেন। কিন্তু সেই মহিলা অনুরাগী বারবার অনুরোধ করে যেতেই থাকেন। শেষ পর্যন্ত সানি তাঁর সঙ্গে সেলফি তোলেন। কিন্তু মুখোশ (Mask) পরে। এর কারণ ব্যক্ত করে সানি বলেন, তিনি করোনাভাইরাস নিয়ে অত্যন্ত ভয়ের মধ্যে রয়েছেন। যেভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে, তাতে যে কেউ যে কোনও সময় আক্রান্ত হয়ে পড়তে পারেন। সেই কারণেই তিনি মুখোশ না পরে ছবি তুলতে চাননি। সানি এবং ড্যানিয়েল বিমানবন্দরে যতক্ষণ বিমানের জন্য অপেক্ষা করছিলেন, গোটা সময়টাই তাঁরা মুখোশ পরে ছিলেন। আরও পড়ুন: Ankush Hazra's Car Met Accident: হাইওয়েতে বড়সড় দুর্ঘটনার মুখে অঙ্কুশের গাড়ি, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেতা

 

পরে নিজের ইন্সটাগ্রামে (Instagram) একটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'নিরাপদ থাকাটাই এখন ভালো থাকা। চারপাশে যা ঘটছে, তা নিয়ে উদাসীন থাকার অর্থ নেই। এটা ভাবারও কারণ নেই করোনাভাইরাস আপনাকে আক্রমণ করবে না। স্মার্ট থাকুন (Stay Smart), নিরাপদে থাকুন (Stay Secure)।'