Bhojpuri singer Nisha Upadhyay: গানের জলসায় চলল গুলি, জখম জনপ্রিয় ভোজপুরী গায়িকা নিশা উপাধ্যায়
Facebook

সারন: বিহারে (Bihar) অবস্থাপন্ন বাড়ি হলেও জলসা যেন বাধ্যতামূলক। নাচা-গানা না হলে যেন ঠিক জমে না তাঁদের কোনও অনুষ্ঠান। বিভিন্ন মানের অভিনেতা-অভিনেত্রী বা গায়ক-গায়িকাকে নিয়ে এসে বিয়ে বাড়িতে আসা নিমন্ত্রিতদের খুশি করে পারলে নাকি মান বা স্ট্যাটাস দুই বাড়ে সমাজে। অনেকে আবার আনন্দে কখনও আইনি কখন বেআইনি বন্দুক দিয়ে গুলিও ছোঁড়ে আকাশে। এরকই একটি বাড়িতে গান গাইতে গিয়ে গুলির আঘাতে জখম হলেন জনপ্রিয় ভোজপুরী গায়িকা নিশা উপাধ্যায় (Nisha Upadhyay)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিহারের সারন (Saran) জেলার জনতা বাজার পুলিশ স্টেশন (Janata Bazaar police station) এলাকার একটি ব্রাক্ষ্মণ বাড়িতে উপনয়ন বা পৈতের (Yagnopavit) অনুষ্ঠান ছিল। সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে গেছিলেন নিশা। তিনি যখন গান গাইছিলেন তখন কিছু লোক মঞ্চ লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এর জেরে গুলি লাগে নিশার পায়ের (bullet injury in leg) উপরের অংশে। সঙ্গে সঙ্গে তাঁকে পাটনার একটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।