Assam Floods: অবিরাম বৃষ্টিতে পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে, অসমে বন্যা-ধসে মৃত ৮
অবিরাম বৃষ্টিতে অসমে বন্যা (Assam Floods) পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। রাজ্যের প্রায় নব্বই শতাংশ এলাকা বন্যার জলের নিচে। প্রবল বৃষ্টির জেরে ভূমিধসে (Landslides) রাজ্যে দুই শিশু-সহ তিনজনের মৃত্যু হয়েছে। বন্যা সংক্রান্ত কারণে পাঁচজন মারা গিয়েছেন। বারপেটা, দারং, হাইলাকান্দি, করিমগঞ্জ এবং সোনিতপুর জেলা থেকে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রাজ্যের পাঁচটি জেলা থেকে আটজন নিখোঁজ রয়েছেন। হোজাই জেলায় ক্ষতিগ্রস্ত মানুষদের নিয়ে যাওয়ার সময় একটি নৌকা ডুবে যায়। তিন শিশু নিখোঁজ রয়েছে, ২১ জনকে উদ্ধার করা হয়েছে।